১) ভারতীয় সংবিধানের খসড়া কমিটি গঠন সাল ও প্রথম চেয়ারম্যান
– ১৯৪৭ সাল , বি.আর.আম্বেদকর ।
২) POCA – প্রেভেন্সন অফ কোরাপশন অ্যাক্ট ।
৩) ভারতীয় সংবিধানে ভোটাধিকারের উল্লেখ আছে – ৩২৬ নং ধারায়
।
৪) ধর্ম নিরপেক্ষ কথাটি সংবিধানে যোগ হয় – ১৯৭৬ সালে ৪২
তম সংশোধনে ।
৫) গ্লোবাল প্রোডিজি পুরষ্কার ২০২০ – সুচেতা সতিস ।
৬) অধীনতামূলক মিত্রতা নীতি – লর্ড ওয়েলেসলি – হায়দ্রাবাদের
নিজাম ।
৭) কচিপুরি নৃত্যশিল্প - অন্ধ্রপ্রদেশ ।
৮) ভারতে আর্যদের প্রথম স্থায়ী বাসস্থান – পাঞ্জাব ।
৯) ODI এ প্রথম ২০০ তি খেলা খেলেছেন মহিলা খেলোয়াড় – মিতালী
রাজ ।
১০) মৌমাছি চাষ সম্পর্কিত বিদ্যা – এপিকালচার ।
১১) পাখি পালন সম্পর্কিত বিদ্যা – এভিকালচার ।
১২) মৎস্য চাষ সম্পর্কিত বিদ্যা – পিসিকালচার ।
১৩) ভাষা সম্পর্কিত বিদ্যা – ফিলোলজি ।
১৪) ভূমিকম্প সম্পর্কিত বিদ্যা – সিসমোলজি ।
১৫) পাখী সম্পর্কে অধ্যয়ন – অরনিথলজি ।
১৬) মৌমাছি সম্পর্কে অধ্যয়ন – অ্যাপিওলজি ।
১৭) ভারতে সাহিত্যে সর্বশ্রেষ্ঠ সম্মান – ঞ্জানপীঠ ।
১৮) ভারতের সর্বশ্রেষ্ঠ নাগরিক সম্মান – ভারতরত্ন ।
১৯) ভারতের সর্বশ্রেষ্ঠ সামরিক সম্মান – পরম বীর চক্র
।
২০) ডুরান্ড লাইন – পাকিস্থান ও আফগাস্থান ।
২১) ম্যাকমোহন লাইন – ভারত ও চিন ।
২২) ভারতবর্ষের পূর্ব নাম – জম্বু দ্বীপ ।
২৩) অশ্রুর প্রবেশ দ্বার – বাব এল মান্দব / জেরুজালেম
।
২৪) সহস্র হ্রদের দেশ – ফিনল্যান্ড ।
২৫ ) ভারতের উদ্যান শহর – বেঙ্গালুরু ।
২৬) ভারতের প্রথম ভাইসরয় – লর্ড ক্যানিং ।
২৭) প্রথম ভারতীয় মহিলা বিমান চালক – দূর্বা ব্যানারজি
।
২৮) প্রথম ভারতীয় মহিলা বুকার পুরষ্কার প্রাপক – অরুন্ধতী
রায় ।
২৯) প্রথম ভারতীয় মহিলা অলিম্পিক পদক জয়ী – কর্ণম মালেশবরী
।
৩০) দাস ক্যাপিটাল কার লেখা – কার্ল মার্ক্স ।
৩১) দ্য লাইফ ডিভাইন – ঋষি অরবিন্দ ।
৩২) মিডনাইটস চিলড্রেন – সালমান রুশদি ।
৩৩) গোল্ডেন গার্ল – পি টি ঊষা ।
৩৪) গোল – ধ্যানচাঁদ ।
৩৫) হরিপ্রসাদ চৌরাসিয়া কোন বাদ্যযন্ত্র – বাঁশী ।
৩৬) ওস্তাদ বিসমিল্লা খান – সানাই ।
৩৭) বিহু নৃত্য দেখা যায় – আসাম ।
৩৮) কত্থক নৃত্য দেখা যায় – উত্তর ভারত ( নৌটঙ্কি) ।
৩৯) ২০২০ সালের অলিম্পিক হবে – টোকিও , জাপান ।
৪০) ২০২২ সালের কমনওয়েলথ গেমস হবে – বাকিংহ্যাম ইংল্যান্ড
।
৪১) ২০২২ সালের এশিয়ান গেমস – হ্যাং চাও , চীন ।
৪২) প্রথম অলিম্পিক – ৭৭৬ বি.সি ।
৪৩) অর্জুন পুরষ্কার ২০১৯ – পুরুষ – রবীন্দ্র জাদেজা
, মহিলা – পুনম যাদব ।
৪৪) অস্কার পুরষ্কার ২০১৯ সেরা ছবি – গ্রীন বুক ।
৪৫) ২০১৯ সালে এবেল পুরষ্কার – ক্যারেন উইলেনবেক ।
৪৬) বর্তমানে রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চল এর সংখ্যা –
২৮ টি ও ৯ টি ।
৪৭) লোক নায়ক কাকে বলা হয় – জয়প্রকাশ নারায়ন ।
৪৮) তানসেনের আসল নাম – রামতনু পাণ্ডে ।
৪৯) লালারসে উপস্থিত উৎসেচকের নাম – টায়ালিন ।
৫০) খাদ্য লবণের রাসায়নিক নাম – সোডিয়াম ক্লোরাইড ।
৫১) অপসুর ও অনুসুর অবস্থান – ৪ঠা জুলাই ও ৩রা জানুয়ারি
।
৫২) বাংলার দুঃখ – দামোদর নদ ।
৫৩) বাংলার কোন জেলায় সবথেকে কিমি. বৃষ্টি – পুরলিয়া ।
৫৪) মৌলিক কর্তব এবং পঞ্চবার্ষিকী পরিকল্পনা ধারনা ভারতীয়
সনবিধানে
গৃহীত হয়েছে
কোন দেশ থেকে – রাশিয়া ।
৫৫) বায়ুর গতিবেগ মাপক যন্ত্র – এনোমিটার ।
৫৬) সমুদ্রের গভীরতা নির্ণয় করে – ফ্যাদেমিটার ।
৫৭) তাপ নির্ণায়ক ও উষ্ণতা নির্ণায়ক যন্ত্র – ক্যালরিমিটার
ও থার্মোমিটার ।
৫৮) লোকটাক হ্রদ – মনিপুর ।
৫৯) অস্টমুদি হ্রদ – কেরল ।
৬০) চন্দ্র যান ২ লঞ্চ – ২২ জুলাই ,২০১৯ , সতীশ ধাওয়ান
স্পেস সেন্টার , শ্রীহরিকোটা ।
৬১) বেষ্ট ফিচার ফিল্ম বেংলি – এক যে ছিল রাজা ।
৬২) ফিনল্যান্ডের নতুন প্রধানমন্ত্রী – সান্না মারিন ।
৬৩) ঝাড়খণ্ডের নতুন মুখ্যমন্ত্রী – হেমন্ত সরেন ।
৬৪) মেঘালয়ের নতুন গভর্নর – আর এন রবি ।
৬৫) ভারতের প্রথম চিফ অব ডিফেন্স স্টাফ – জেনারেল বিপিন
রাওয়াত ।
৬৬) মিজোরামের গভর্নর – পি.এস.সধ্রন পিল্লাই ।
৬৭) শ্রীলঙ্কার নতুন প্রধানমন্ত্রী – মহিন্দ্র রাজাপ্রকাশ
।
৬৮) জম্মু-কাশ্মীর নতুন লিউটেনান্ট গভর্নর – গিরিশ্চন্দ্র
মুরমু ।
৬৯) নোবেলে শান্তি পুরষ্কার ২০১৯ – ইথুপিয়ার প্রধানমন্ত্রী
আবিয় আহমেদ ।
৭০) PETA india person of the year 2019 – বিরাট কোহলি
।
৭১) আন্তর্জাতিক শিশু শান্তি পুরষ্কার – গ্রেটা থুনবারগ
।
৭২) সিকিমের নতুন মুখ্যমন্ত্রী – প্রেম সিং তামাং ।
৭৩) ২০২০ G 20 সামিট – সৌদি আরব ।
৭৪) ICC T-20
2020- Australia .
৭৯) Right to Equality Before Law – 14 নং ধারায় ।
৮০) নাগরিকত্ব সংশোধনী বিল চালু – ১০ জানুয়ারি ২০২০ ।
৮১) লোকসভার অধ্যক্ষ – ওম বিড়লা ।
৮২) রাষ্ট্রবিজ্ঞানে প্রথম নাগরিক শব্দের ব্যবহার করেন
– অরস্তু ।
***********
ধন্যবাদ **********
PSC CLERKSHIP LAST
MINUTE SUGGESTION 2020 – GENERAL STUDIES
No comments:
Post a Comment
Please do not enter any Link in the comment box.