সহপাঠক্রমিক
কার্যাবলি
মনোবিদ এইচ. এন. রিভলিন (H. N.
Rivlin) সহপাঠক্রমিক কার্যাবলির সংজ্ঞা দিতে গিয়ে বলেছেন,
যেসব কার্যাবলি শিক্ষার্থীর বৌদ্ধিক বিকাশের সঙ্গে সঙ্গে
জীবনবিকাশের অন্য দিকগুলিকেও সার্থক করে তােলে, তাদের বলা
হয় সহপাঠক্রমিক কার্যাবলি।
সহপাঠক্রমিক
কার্যাবলির গুরুত্ব.
- চাহিদাপূরণে সহায়ক : বিভিন্ন শিক্ষার্থীর মধ্যে বিভিন্ন ধরনের চাহিদা লক্ষ করা যায়। সহপাঠক্রমিক কার্যে সক্রিয়ভাবে অংশগ্রহণ করলে শিক্ষার্থীরা একদিকে যেমন আনন্দ পায়, অন্যদিকে তাদের বিশেষ বিশেষ চাহিদাও পূরণ হয়।
- মূল্যবোধের বিকাশে সহায়ক : সহপাঠক্রমিক কার্যাবলিতে দলগতভাবে অংশগ্রহণের মধ্যে দিয়ে শিক্ষার্থীদের মধ্যে মূল্যবােধের পরিপূর্ণ বিকাশ ঘটে। ফলে শিক্ষার্থীরা দায়িত্বশীল ও সমাজসচেতন ব্যক্তিতে পরিণত হওয়ার সুযােগ পায়।
No comments:
Post a Comment
Please do not enter any Link in the comment box.