B.A PART 1 – 1ST
SEM EXAM
সমাজবিদ্যার আনুমানিক
প্রশ্ন
Time – 2 Hours
Full Marks – 32
১) সমাজতত্ত্বের সংজ্ঞা ? একে কি বিজ্ঞান বলা যায় ? এর প্রকৃতি ও পরিধি
আলোচনা কর।
২) সমাজতত্ত্বের সাথে নৃতত্ত্বের/অর্থনীতি/দর্শনের – সম্পর্ক , পার্থক্য
অলোচনা কর ।
৩) লোকাচার ও লোকনীতির সম্পর্ক আলোচনা কর ।
৪) জন সম্প্রদায় বলতে কি বোঝ ? এর বৈশিষ্ট্যগুলি আলোচনা কর ।
৫) সামাজিক গোষ্ঠী বলতে কি বোঝ ? বিভিন্ন প্রকার সামাজিক গোষ্ঠী সম্পর্কে
লেখ ?
৬) প্রতিষ্ঠান কাকে বলে? এর বৈশিষ্ট্য গুলি লেখ ? মানবসমাজে এর গুরুত্ব
লেখ ?
৭) সামাজিকীকরণ কাকে বলে ? এর গুরুত্ব লেখ - পদ্ধতি ও প্রণালী সম্পর্কে
আলোচনা কর?
৮) সংস্কৃতি কি? এর বৈশিষ্ট্য কি কি ? আমাদের জীবনে এর প্রভাব ।
সংস্কৃতি ও সভ্যতার পার্থক্য লেখ ?
৯) সামাজিক কার্য-প্রক্রিয়া কি? এর প্রকারভেদ অলোচনা কর ।
১০) সহযোগিতা ও প্রতিযোগিতা এবং প্রতিযোগিতা ও দ্বন্দ্বের পার্থক্য লেখ?
---------------------
১) সামাজিক নিয়ন্ত্রণের উদ্দেশ্য লেখ ?
২) লোকাচার ও লোকনীতির পার্থক্য লেখ ?
৩) সঙ্ঘ ও প্রতিষ্ঠানের মধ্যে পার্থক্য ।
৪) সামাজিক নিয়ন্ত্রনের উপর ধর্মের ভূমিকা লেখ ?
৫) পার্থক্য লেখ – বহিগোষ্ঠী ও অন্তরগোষ্ঠী ।
৬) সমাজে প্রতিযোগিতার ভূমিকা ।
৭) উপযোজন ও আত্তীকরণ এর পার্থক্য লিখ ।
No comments:
Post a Comment
Please do not enter any Link in the comment box.