Sunday, February 16, 2020

UGB Environmental Studies Practice set and Suggestion



গৌড়বঙ্গ বিশ্ববিদ্যালয়


পরিবেশবিদ্যা – প্রথম সেমিস্টার

PRACTICE SET - A

১) মানুষের পারিপার্শ্বিক অবস্থাকে বলে –
সংস্কৃতি / সমাজ / পরিবেশ / প্রকৃতি ।

২) সভ্যতার আদিপর্বে মানুষ ছিল –
খাদ্য অপহারক / কৃষিজীবী / খাদ্যসংগ্রাহক / পশুপালক ।

৩) পরিবেশের সজীব উপাদান নয় কোনটি ?
মিথোজীবী / অজীবীয় / স্বভোজী / মৃতজীবী।

৪) পরিবেশ সম্পর্কে বিখ্যাত 3P সূত্রটি কী ?
    প্রিন্সিপল অব পপুলেশন / প্রিন্সিপল অব পলিউশন /
    পাওয়ার প্রোডাকশন প্রাইম / পপুলেশন পভারতি পলিউশন ।

৫) NEAC গঠিত হয় কত সালে ?
    ১৯৯৫ / ১৯৭১ / ২০০০ / ১৯৮৬

৬) পৃথিবীতে জীবের সৃষ্টি হয় অনুমানিক –
৩৫০ কোটি বছর আগে / ৪৫০ কোটি বছর আগে / ২৪০ কোটি বছর আগে / কোনটিই নয় ।

৭) ভূতাত্বিক কালকে কটি যুগে ভাগ করেছেন ?
৭টি / ৬টি / ৫টি / ৪টি ।

৮) নীচের কোনটি নবীকরণযোগ্য শক্তি উৎসের একটি –
    কয়লা / বায়ু / পেট্রোলিয়াম / মৃত্তিকা ।

৯) এ পর্যন্ত পৃথিবীতে হিমযুগ এসেছে –
    ৫টি / ৪টি / ৩টি / ২টি ।

১০) ওজোন গ্যাসের ঘনত্ব কত?
    ৩০০ ডবসন / ৪০০ ডবসন / ২০০ ডবসন / ১০০ ডবসন

১১) ডাইনোসোরাসের বিনাশ কোন যুগে হয় ?
আর্কিয়ান যুগে / হেডিয়ান যুগে / কেনোজোয়িক যুগে / মেসোজোয়িক যুগে ।

১২) ‘The Wildlife Institute of India’ অবস্থিত ?
    কোয়েম্বাটোর / লখনউ / দেরাদুন / পুনে ।

১৩) নিম্নলিখিত গ্রীন হাউজ গ্যাস গুলির মধ্যে কোনটি বিশ্ব উষ্ণায়নের জন্য বেশি দায়ী?
মিথেন / কার্বন-ডাই-অক্সাইড / নাইট্রাস অক্সাইড/ ওজন

১৪) বায়ুমণ্ডলে ওজোন গ্যাসের পরিমাণ –
        0.1% / 1% / 0.00006% / 0.0006%

১৫) কোন বিষাক্ত গ্যাস গ্যারেজ সংলগ্ন বাড়িগুলোতে বিপজ্জনক মাত্রায় পৌঁছাতে পারে-
কার্বন মনোক্সাইড / সালফার ডাই অক্সাইড / মিথেন / অক্সিজেন

১৬) ম্যানগ্রোভ বা বাদাবন সংরক্ষণ খুবই প্রয়োজনীয় কারণ এটি-
জৈব বৈচিত্রে ভরপুর / ভূভাগ সুরক্ষার প্রয়োজনীয়তা / উপরোক্ত উভয় কাজের জন্য দরকারি / কোনটি ঠিক নয়

১৭) সিওডি অক্ষর গুচ্ছের সম্প্রসারণ কোনটি?
প্রচলিত অক্সিজেন চাহিদা / সামগ্রিক অক্সিজেন চাহিদা / রাসায়নিক অক্সিজেন চাহিদা / কোনটিই নয়

১৮) আলোক রাসায়নিক ধোঁয়াশা সৃষ্টির প্রধান কারণ-
সালফার ডাই অক্সাইড গ্যাস / মিথেন গ্যাস / ওজোন গ্যাস /  নাইট্রোজেন গ্যাস.

১৯) চিপকো আন্দোলন একটি.
রাজনৈতিক আন্দোলন / স্বাধীনতার আন্দোলন / পরিবেশ আন্দোলন / সামাজিক আন্দোলন.

২০) ব্যবহারযোগ্য জলের পিএইচ মাত্রা কত?
    Ph=0 / Ph=14 / Ph~7 / Ph4.5
২১) বায়ুমণ্ডলের উষ্ণতম অংশ কোনটি?
ভূপৃষ্ঠ থেকে জিরো থেকে 10 কিমি উপরে/ ভূপৃষ্ঠ থেকে দশ থেকে নব্বই কিমি উপরে/ ভূপৃষ্ঠ থেকে 110 কিমি এর বেশি উপরে/ ভূপৃষ্ঠ থেকে 112 কিমি এর বেশি উপরে 



২২) SPM অক্ষর বুঝছো নিচের কোনটির সাথে সম্পর্কিত?
জল দূষণ /বায়ু দূষণ /ভূমি দূষণ /পরিবেশ দূষণ

২৩) নেপালের সাম্প্রতিক প্রাকৃতিক বিপর্যয়ের কারণ-
ভূমিকম্প/ ভূমিধস /হরকাবান /প্রবল বৃষ্টি
২৪) বৃষ্টির জল হল-
আম্লিক /প্রশম/ ক্ষারীয় /নোনা
২৫) ওজোন স্তর অবস্থিত?
 ক্ষুদ্র মন্ডল/ শান্ত মন্ডল /আয়োনোস্ফিয়ার /অশান্ত মণ্ডল
২৬) গ্রিন ট্রাইবুনাল প্রতিষ্ঠা করেন?
ভারতের সুপ্রিম কোর্ট/ দিল্লি হাইকোর্ট/ রাষ্ট্রীয় গ্রীন ট্রিবুনাল অ্যাক্ট/ কলকাতা হাইকোর্ট।
২৭) ভূমিকম্প তরঙ্গ সৃষ্টি হয়?
পি তরঙ্গ /এস তরঙ্গ/ আর তরঙ্গ/ এ ও বি উভয় ।
২৮) পরিবেশ বিজ্ঞান হল একটি?
একমাত্রিক/ বহুমাত্রিক /দ্বিমাত্রিক /কোনোটিই নয় ।
২৯) পরিবেশ শিক্ষা হলো –
পরিবেশের জন্য শিক্ষা /পরিবেশ সম্পর্কে শিক্ষা /পরিবেশের মধ্যে শিক্ষা/ সবকটি।
৩০) পরিবেশ শিক্ষার উদ্দেশ্য মূলক্ষেত্র কোনটি-
Cognitive Domain / Psychomotor Domain / Affective Domain / All the Three.
৩১) পরিবেশ সম্পর্কে তথ্য সংগ্রহ করার জন্য ভারত সরকার ENVIS গঠন করেন –
2007 / 2008 / 2006 / 2005 সালে ।
৩২) ভারতের ন্যাশনাল এনভারমেন্ট আওারনেস ক্যাম্পেইন প্রবর্তন হয়-
1985 / 1984 / 1986 / 1987 সালে।
৩৩) সুমেরীয় সভ্যতা গড়ে উঠেছিল-
নীল নদের তীরে / টাইগ্রিস ও ইউফ্রেটিস নদীর তীরে / সিন্ধু নদের তীরে / কোনোটিই নয় ।
৩৪) গ্রীক সভ্যতার যুগে প্রকৃতিকে –
এড়িয়ে চলত / পূজা করত / এদের কোনোটিই নয়/ভয় করত।
৩৫) বাস্তুতান্ত্রিক পদচিহ্ন হল –
বাস্তুতন্ত্রের মানুষের আনাগোনা / বাস্তুতন্ত্রের পায়ের ছাপ / বাস্তুতন্ত্র ব্যবহার পরিমাপ / এদের কোনোটিই নয় ।
৩৬) বিশ্বে বাস্তুতান্ত্রিক পদচিহ্ন –
স্থির আছে / বাড়ছে / কমছে / কোনোটিই নয় ।
৩৭) প্রাচীন ভারতের পরিবেশবাদী সাহিত্যিক হলেন –
ভবভূতি / কালিদাস / বানভট্ট / সকলেই 
৩৮) গাইয়া তত্ত্বের প্রবর্তক হলেন –
চার্লস ডারউইন / জেমস ল্যাভলক / র‍্যাচেল কারসন / মাসানবু ফুকোখাকা ।
৩৯) নিচের কোনটি পরিবেশ বিজ্ঞানের শাখা –
পরিবেশ অর্থনীতি / পরিবেশ রসায়ন / পরিবেশ রাজনীতি / সবকটি ।
৪০) বাস্তুতান্ত্রিক পদচিহ্ন সম্পর্কে পরিচর্যা শুরু করেন –
Carl Has / Jason Venetavlis / William Ress / Methis
Wackernagel .


…………………………………………………………………………

1 comment:

Please do not enter any Link in the comment box.

Featured Post

ugb semester 2 exam form fill up and malda women's college payment

 UGB SEMESTER 2 EXAM FORM FILL UP 2022 UGB 2ND SEMESTER STUDENT LOGIN PAGE Malda Women's College STUDENT PORTAL সম্পূর্ণ ভিডিও দেখে সহজে...