Friday, May 15, 2020

প্রচেষ্টা প্রকল্পের বর্তমান অবস্থা ১৫/০৫/২০২০


প্রচেষ্টা প্রকল্প



প্রচেষ্টা প্রকল্পের সুবিধা গ্রহণ করার জন্য দ্বিতীয় বার যেটি অনলাইন মাধ্যমে আবেদন করার কাজ শুরু হয়েছিল সেটি আজ ১৫/০৫/২০২০ শেষ হতে চলেছে।

এর পর কি হবে - 
 
এই আবেদন প্রক্রিয়া শেষ হবার পর সরকারী ভাবে পর্যবেক্ষণ এর কাজ শুরু হবে । এমন কি শুরু হয়ে ও গেছে । 

  • প্রত্যেক ওয়ার্ড / অঞ্চল  এ সরকারী আমলারা সার্ভের কাজ শুরু করবে ।
  • এরিয়া পিছু দুই জন করে সরকারী লোকেরা বাড়ি বাড়ি গিয়ে সার্ভে করবে ।
  • প.ব. সরকারের লেবার ডিপার্টমেন্ট এর একজন কর্মচারী থাকবেন এই সার্ভেতে ।
  • একজন ICDS কর্মী থাকবেন এই প্রতিনিধি দলে ।
  • লেবার ডিপার্টমেন্ট এর SLO কে এই সার্ভের দায়িত্ব দেওয়া হয়েছে ।

  • এই সার্ভের পর নামের লিস্ট শরটিং করা হবে।
  • তার পর উপযুক্ত গ্রাহক কে তার ব্যাংক অ্যাকাউন্টে টাকা প্রদান করা হবে ।

কারা কারা এই সুবিধা থেকে বঞ্ছিত হবেন ।-

  • সরকারী নোটিস অনুযায়ী যারা এই সুবিধা পাবেন না তারা হলেন -
  1. বাড়ির গৃহবধূ রা এর থেকে বঞ্ছিত থাকবেন।
  2. বাড়ি পিছু একটি আবেদনকারীকে বেঁছে নেওয়া হবে।
  3. সরকারী/আধাসরকারী কর্মী রা পাবেন না।
  4. SSY এ নাম থাকলে পাবেন না।
  5. বার্ধক্য ভাতা থাকলে পাবেন না ।
  6. বিধবা ভাতা থাকলে পাবেন না ।
  7. বেকার ভাতা থাকলে পাবেন না ।
  8. সরকারী কোনও সুবিধা খাতায় নাম থাকলেও  পাবেন না।



No comments:

Post a Comment

Please do not enter any Link in the comment box.

Featured Post

ugb semester 2 exam form fill up and malda women's college payment

 UGB SEMESTER 2 EXAM FORM FILL UP 2022 UGB 2ND SEMESTER STUDENT LOGIN PAGE Malda Women's College STUDENT PORTAL সম্পূর্ণ ভিডিও দেখে সহজে...