AEC-1
FOR PART 1 -CLICK HERE
1.
ভারতের কোন রাজ্যে ভুটিয়া , খাস , লেপচা , প্রভৃতি উপজাতি লক্ষ্য করা যায় – সিকিম ।
2.
WORLD FOOD PROGRAMME – এর সদর দপ্তর কোথায় অবস্থিত – রোম ।
3.
ইউরিয়া কি ধরনের সাড় – নাইট্রোজেনাস ।
4.
ভারতের কোথায় ঠাণ্ডা মরুভূমি দেখা যায় ?- হিমালয়ে ।
5.
কোনটি নবীকরণ অযোগ্য সম্পদ – পেট্রোল ।
6.
ইকোলজি গ্রিক শব্দ যার অর্থ – বাসস্থান সম্পর্কে জ্ঞান ।
7.
কোনটি পুনর্ভব সম্পদের উদাহরণ – সূর্যালোক ।
8.
জীববৈচিত্রের কয়টি স্তর দেখা যায় – তিনটি ।
9.
IR – 64 কতগুলি ধানের জিনের সংমিশ্রণ – ২০ টি ।
10.
ভারতের করবেট ন্যাশনাল পার্ক কত সালে গঠিত হয় ? – ১৯৩৪ সালে ।
11.
বাস্তুতন্ত্রে জীবের স্বাভাবিক আবাসকে কি বলে ? – হ্যাবিটেট ।
12.
কাশ্মীরের লাল হরিণ কি নামে পরিচিত ?- হাঙ্গুল ।
13.
নাইট্রোজেন অক্সাইডের ফলে কোন আসুখ লক্ষ্য করা যায় – মাথা ঝিমঝিম ।
14.
মাছ ও মানুষের শরীরে বিষক্রিয়ার জন্য দায়ী অন্যতম ধাতু – সিসা ।
15.
ভারতের কোথায় জঙ্গল বাঁচাও আন্দোলন (১৯৮২ সালে) শুরু হয় – ঝাড়খণ্ডের সিংভূমে ।
16.
স্টোন ক্যানসারের কারণ কী – অম্লবৃষ্টি ।
17.
ভারতে সৃষ্ট মিথেনের মূল উৎস কি ? – ধানক্ষেত ।
18.
WWF INDIA এর সদর দপ্তর কোথায় ?- দিল্লি ।
19.
পৃথিবীর সর্বাধিক বন্যাপবণ দেশ কোনটি ?- বাংলাদেশ ।
20.
সৌরশক্তি দ্বারা বিশুদ্ধ জল উৎপাদন ব্যবস্থাকে কি বলে ?- সৌরপাতন ।
21.
কে দসোলি গ্রাম স্বরাজ্য সঙ্ঘ প্রতিষ্ঠা করেন – চণ্ডীপ্রসাদ ভাট ।
22.
একটি পরিবেশ মিত্র বর্জ্যের নাম – কাগজ ।
23.
ভারতের একটি বিলুপ্ত পাখির নাম – গোলাপি মাথাওয়ালা হাঁস ।
24.
ভারতের একটি লুপ্তপ্রায় প্রাণী - একশৃঙ্গ গণ্ডার ।
25.
চিন সাগরে ঘূর্ণিঝড় কি নামে পরিচিত – টাইফুন ।
26.
ধরতি কি পুকার – কার লেখা – সুন্দরলাল বহুগুনা ।
27.
পর্বত পর্বত বস্তি বস্তি – কার লেখা – চণ্ডীপ্রসাদ ভাট ।
28.
এপ্পিক আন্দোলনের প্রাণপুরুষ কে – পাণ্ডুরঙ্গ হেগরে ।
29.
১৮৮০ সালে ম্যালেরিয়া আবিষ্কার করেন – চার্লস লুইস ।
30.
বায়ুবাহিত দুটি রোগ – টিবি , ডিপথেরিয়া ।
31.
বায়ু দূষণ নিয়ন্ত্রন আইন চালু হয় – ১৯৮১ সালে ।
32.
শব্দ দূষণ নিয়ন্ত্রন আইন চালু হয় – ১৯৮৭ সালে ।
33.
পশ্চিমের ঝামেলা হয় – শীতকালে ।
34.
ভারতের বৃষ্টিপাত প্রধানত – পরিচালন বৃষ্টি ।
35.
ওজোন গ্যাসের রং কি ? – নীলাভ ।
36.
মিনামাটা রোগ সৃষ্টিকারী ধাতু হল – তামা ।
37.
আর্সেনিক দূষণের ফলে যে রোগ হয় – কলেরা ।
38.
পার্বত্য অঞ্চলের প্রধান পরিবেশ বিপর্যয় হল – ভুমিধস ।
39.
বন্যা নিয়ন্ত্রণের সবচেয়ে ভালো পন্থা – বনসৃজন ।
40.
NSSN – এর পুর নাম – National
Social Security Number .
41.
মানব অধিকার দিবস কবে পালন হয় – ১০ ডিসেম্বর ।
42.
দ্রুততম ভূকম্পীয় তরঙ্গ কোনটি – P তরঙ্গ ।
43.
ভারতের কোন শহরে সাক্ষরতার হার বেশি – মুম্বাই ।
44.
ভারতের কোন রাজ্যে সাক্ষরতার হার বেশি – কেরল ।
45.
ভারতের নবীনতম রাজ্য কোনটি – তেলেঙ্গানা ।
46.
ভারতের সর্বাধিক জনঘনত্বপূর্ণ রাজ্য – বিহার ।
47.
ভূমিকম্প মাপার যন্ত্রের নাম- সিস্মোগ্রাফ ।
48.
কয়লা উত্তোলনে বিশ্বের প্রথম স্থান – চিন ।
49.
কোথায় সারা বছর পরিচালন বৃষ্টি হয় – নিরক্ষীয় অঞ্চলে ।
50.
গ্রিনহাউস গ্যাস গুলি হল – কার্বনডাই অক্সাড , ওজোন , কার্বনমনো অক্সাড, মিথেন , CFC, N2O .
No comments:
Post a Comment
Please do not enter any Link in the comment box.