Thursday, January 30, 2020

Mission WBCS | History part 3

WBSC
HISTORY PART 3

Ø কোন পল্লব রাজার আমলে মহাবলীপুরমের রথ মন্দিরগুলি নির্মিত হয়েছিল?
উঃ প্রথম নরশিং বর্মণের আমলে
Ø আর্যদের স্বর্ণমুদ্রার নাম কি?
উঃমনানিষ্ক
Ø বিজয় প্রশস্তিগ্রন্থের রচয়িতা কে?
উঃ শ্রীহর্য
Ø শশাঙ্কের রাজধানীর নাম কি ছিল?
উঃ কর্ণসুবর্ণ
Ø পাল বংশের শ্রেষ্ঠ রাজা কে ছিলেন?
উঃ ধর্মপাল
Ø আলমগীরউপাধি কে ধারণ করেছিলেন?
উঃ ঔরঙ্গজেব
Ø অমৃতসরের স্বর্ণ মন্দির কোন শিখ গুরুর সময় নির্মিত হয়?
উঃ গুরু রামদাস
Ø পেশবাতন্ত্রের প্রতিষ্ঠাতা কে ছিলেন?
উঃ বালাজী বিশ্বনাথ
Ø শিবাজীর প্রধানমন্ত্রীর নাম কি ছিল?
উঃ পেশবা
Ø আলিগড় আন্দোলনের প্রবর্তক কে ছিলেন?
উঃ সৈয়দ আহমদ খা
Ø লোকাহিতবাদীকার ছদ্মনাম?
উঃ গোপাল হরি দেশমুখ
Ø বেঙ্গলীপত্রিকার সম্পাদক কে ছিলেন?
উঃ সুরেন্দ্রনাথ ব্যানার্জি
Ø সাতবাহন রাজবংশের প্রতিষ্ঠাতার নাম কি?
উঃ সিমুক
Ø সৈয়দ বংশের প্রতিষ্ঠাতা কে?
উঃ খিজির খাঁ
Ø কোন চোলরাজা যবদ্বীপে অধিপত্য স্থাপন করেছিলেন?
উঃ প্রথম রাজেন্দ্র চোল
Ø তালিকোটার যুদ্ধ কোন বছর শুরু হয়?
উঃ 1565 সালে
Ø সুলতানি যুগের আকবরকাকে বলা হয়?
উঃ ফিরোজ তুঘলককে?
Ø কাশ্মীরের আকবরকাকে বলা হয়?
উঃ জৈন-উল-আবেদিনকে
Ø কদম রসুল ভবনকে নির্মাণ করেন?
উঃ নসরৎ শাহ
Ø সেন বংশের শেষ রাজা কে ছিলেন?
উঃ লক্ষণ সেন
Ø দাস বংশ কে প্রতিষ্ঠা করেন?
উঃ কুতুবউদ্দিন আইবক
Ø তরাইনের দ্বিতীয় যুদ্ধ কত সালে হয়েছিল?
উঃ 1192 সালে
Ø আরবরা কত খ্রিষ্টাব্দে সিন্ধু জয় করেন?
উঃ 712 খ্রিষ্টাব্দে
Ø শৈলেন্দ্র রাজাদের শ্রেষ্ঠ সৃষ্টি কি?
উঃ বরবুদুরের বৌদ্ধ স্তুপ
Ø কবি বিলহন কার সভাকবি ছিলেন?
উঃ কল্যাণের চালুক্যরাজ যষ্ঠ বিক্রমাদিত্যের
Ø পাল যুগে বাংলার শ্রেষ্ঠ বন্দর কোনটি?
উঃ তাম্রলিপ্ত
Ø অতীশ দীপঙ্কর কোথাকার অধ্যক্ষ ছিলেন?
উঃ বিক্রমশীলা বিশ্ববিদ্যালয়ের
Ø দানসাগরঅদ্ভুতসাগরকার লেখা?
উঃ বল্লান সেন
Ø তারিখ -- সিন্ধগ্রন্থটি কার লেখা?
উঃ মীর মহম্মদ মাসুম
Ø কবিকঙ্কন কাকে বলা হয়?
উঃ মুকুন্দ রামকে
Ø সফরনামাকার লেখা?
উঃ ফার্সি পন্ডিত ইব্রাহিম কায়ুম ফারুকি
Ø বিজয়নগর রাজ্যের প্রতিষ্ঠাতা কে?
উঃ হরিহর বুক্কা
Ø বাহমনী রাজ্যের প্রতিষ্ঠাতা কে?
উঃ আলাউদ্দিন বাহমন শাহ বা হাসান গঙ্গু
Ø কেসুলতান- আজমউপাধি পান?
উঃ ইলতুৎমিস
Ø বাত শিকানগাজিকার উপাধি?
উঃ সুলতান মামুদ
Ø কৃষ্ণদেব রায়ের সভাকবির নাম কি?
উঃ পোদ্দন
Ø তবাক--নাসিরিগ্রন্থটি কার লেখা?
উঃ মিনহাজ-উস-সিরাজ
Ø তারিখ--ফিরোজশাহিগ্রন্থটি কার লেখা?
উঃ জিয়াউদ্দিন বরনি
Ø হুমায়ুনকথাটির অর্থ কি?
উঃ ভাগ্যবান
Ø খানুয়ার যুদ্ধ কোন বছর হয়েছিল?
উঃ 1527 সালে
Ø কেনানা সাহেবনামে পরিচিত ছিলেন?
উঃ দ্বিতীয় বাজিরাও
Ø মারাঠা জাতির দ্বিতীয় প্রতিষ্ঠাতা কাকে বলা হয়?
উঃ প্রথম বাজিরাওকে
Ø আধুনিক পাঞ্জাবের জনক কাকে বলা হয়?
উঃ লর্ড ডালহৌসিকে
Ø কাকে ভারতের ম্যাকিয়াভেলি বলা হয়?
উঃ নানা ফডনবীশকে
Ø কোন গভর্নর জেনারেল সময় প্রথম ইন্দো-আফগান যুদ্ধ শুরু হয়?-
    উঃ লর্ড অকল্যান্ডের সময়
Ø স্বতবিলোপ নীতি কে প্রবর্তন করেন?-উঃ লর্ড ডালহৌসি
Ø কোন গভর্নর জেনারেল অধীনতামূলক মিত্রতা নীতি প্রয়োগ করেছিলেন?-উঃ লর্ড ওয়েলেসসি
Ø কোন বড়লাটের সময় কলকাতা মেডিকেল কলেজ স্থাপিত হয়?-উঃ লর্ড উইলিয়াম বেন্টিঙ্কের আমলে
Ø কোন গভর্নরের সময়ে ব্রহ্মদেশ সরাসরি ব্রিটিশ সাম্রাজ্যভুক্ত হয়েছিল?-উঃ লর্ড ডাফরিনের আমলে
Ø ইয়ান্দাবুর সন্ধি কাদের মধ্যে স্বাক্ষরিত হয়েছিল?-উঃ লর্ড আমহার্স্ট ব্রহ্মদেশের রাজার মধ্যে
Ø কোন গভর্নর জেনারেল তিব্বত নীতি প্রসঙ্গে বলেছিলেন, ইহা ব্রিটিশ সাম্রাজ্যের শেষ সঙ্গীত?-উঃ লর্ড কার্জন
Ø সিপাহী বিদ্রোহের সময় ভারতের গভর্নর জেনারেল কে ছিলেন?-উঃ লর্ড ক্যানিং
Ø তত্ত্ববোধিনী পত্রিকার প্রথম সম্পাদক কে?-উঃ অক্ষয় কুমার দত্ত
Ø তত্ত্ববোধিনী সভা কে কবে প্রতিষ্ঠা করেন?-উঃ দেবেন্দ্র নাথ ঠাকুর, 1839 সালে
Ø হিন্দু পেট্রিয়টপত্রিকার সম্পাদক কে?-উঃ হরিশচন্দ্র মুখার্জি
Ø সাঁওতাল বিদ্রোহ কোন বছর শুরু হয়েছিল?-উঃ 1855 সালে
Ø অ্যাকাডেমিক অ্যাসোসিয়েশনকে প্রতিষ্ঠা করেছিলেন?-উঃ ডিরোজিও
Ø ভারত-আফগান সীমারেখার নাম কি?-উঃ ডুরান্ড লাইন
Ø কোন বছর রেলবোর্ড গঠিত হয়?-উঃ 1905 সালে
Ø ভারতীয় রেলপথের জনক কাকে বলা হয়?-উঃ লর্ড ডালহৌসিকে
Ø সাধারণ ব্রাহ্ম সমাজের প্রতিষ্ঠাতা কে ছিলেন?-উঃ শিবনাথ শাস্ত্রী


No comments:

Post a Comment

Please do not enter any Link in the comment box.

Featured Post

ugb semester 2 exam form fill up and malda women's college payment

 UGB SEMESTER 2 EXAM FORM FILL UP 2022 UGB 2ND SEMESTER STUDENT LOGIN PAGE Malda Women's College STUDENT PORTAL সম্পূর্ণ ভিডিও দেখে সহজে...