WBCS
HISROTY PART - 2
1.
ভারতবর্ষীয় ব্রাহ্মসমাজের প্রতিষ্ঠাতা কে ছিলেন?
উঃ কেশবচন্দ্র সেন
2.
নববিধান সমাজের প্রবর্তক কে ছিলেন?
উঃ কেশবচন্দ্র সেন
3.
‘সত্যার্থ প্রকাশ’ গ্রন্থের রচয়িতা কে ছিলেন?
উঃ স্বামী দয়ানন্দ সবস্বতী
4.
‘Slave
Trade in Assam’ গ্রন্থটি কার লেখা?
উঃ দ্বারকনাথ গাঙ্গুলি
5.
কে, কবে প্রার্থনা সমাজ প্রতিষ্ঠা করেন?
উঃ আত্মারাম পান্ডুরঙ্গ, 1867 সালে
6.
বঙ্গভঙ্গের ফলে গঠিত নতুন প্রদেশের গভর্নর কে ছিলেন?
উঃ ব্যামফিল্ড ফুলার
7.
‘সন্ধ্যা’ পত্রিকার সম্পাদক কে?
উঃ ব্রহ্মবান্ধব উপাধ্যায়
8.
ডন সোসাইটি কে প্রতিষ্ঠা করেন?
উঃ সতীশচন্দ্র মুখার্জি
9.
মর্লে-মিন্টো সংস্কার কোন সালে প্রবর্তন করা হয়?
উঃ 1909 সালে
10.
অ্যান্টি সার্কুলার সোসাইটি কে গঠন করেন?
উঃ সচীন্দ্র কুমার
11.
A
Nation in Making’ গ্রন্থটি কার লেখা?
উঃ সুরেন্দ্র নাথ বন্দ্যোপাধ্যায়
12.
হিন্দুস্থান সোশালিস্ট রিপাবলিকান অ্যাসোসিয়েশান কে প্রতিষ্ঠা করেছিলেন?
উঃ ভগৎ সিং
13.
ভবানী মন্দির’ পুস্তিকাটি কে প্রকাশ করেন?
উঃ অরবিন্দ ঘোষ
14.
কত সালে জাতীয় শিক্ষা পরিষদ গঠিত হয়?
উঃ 1906 সালের, 11ই মার্চ
15.
লাহোর কংগ্রেসের অধিবেশনের সভাপিত কে ছিলেন?
উঃ জওহরলাল নেহেরু
16.
‘হোমরুল’ কথার অর্থ কি?
উঃ স্বায়ত্বশাসন
17.
কলকাতা কর্পোরেশনের প্রথম মেয়র কে?
উঃ চিত্তরঞ্জন দাস
18.
“লাহোর ষড়যন্ত্র মামলা” কোন বছর শুরু হয়?
উঃ 1915 সালে
19.
মন্টেগু-চেমসফোর্ড সংস্কার আইন কবে পাশ হয়?
উঃ 1919 সালে
20.
আত্মোন্নতি সমিতি’-র প্রতিষ্ঠাতা কে?
উঃ বিপিনবিহারি গাঙ্গুলি
21.
‘Now
or Never ইস্তাহার পত্রটি কার রচনা?
উঃ চৌধুরি রহমত আলির
22.
অযোধ্যা কিষাণ সভা’-র প্রতিষ্ঠাতা কে?
উঃ জওহরলাল নেহেরু
23.
মাদ্রাজ লেবার ইউনিয়নের প্রতিষ্ঠাতা কে?
উঃ বি পি ওয়াদিয়া
24.
ভারতে কে প্রথম মে দিবস’ পালন করেছিলেন?
উঃ সিঙ্গারাভেল্লু চেট্টিয়ার
25.
কাকে ভারতের বিসমার্ক’ বলা হয়?
উঃ সর্দার বল্লভভাই প্যাটেলকে
26.
দ্বিতীয় বিশ্ব যুদ্ধের শুরুতে ভারতের বড়লাট কে ছিলেন?
উঃ লর্ড লিনলিথগো
27.
কে ‘শের-ই-বঙ্গাল’ নামে পরিচিত?
উঃ আব্দুল কাশেম ফজলুল
28.
ভারতীয় কমিউনিস্ট পার্টির প্রতিষ্ঠাতা কে?
উঃ মুজাফফর আহমেদ।
29.
কংগ্রেস সমাজতন্ত্রী দল কবে গঠিত হয়?
উঃ 1934 সালে।
30.
পাঞ্জাবের ইউনিয়নিস্ট পার্টির প্রতিষ্ঠাতা কে?
উঃ ফজলি হোসেন।
31.
কংগ্রেস সমাজতন্ত্রীদলের প্রতিষ্ঠাতা কারা?
উঃ জয়প্রকাশ নারায়ণ ও আচার্য নরেন্দ্র দেব
32.
বাংলার জাতীয় মাহবিদ্যালয়ের প্রথম অধ্যক্ষ কে ছিলেন?
উঃ অরবিন্দ ঘোষ
33.
কোন রাজনৈতিক সংস্থা “সেফটি ভাল্ভ” রূপে কাজ করেছিল?
উঃ ভারতীয় জাতীয় কংগ্রেস।
34.
পোর্ট ফোলিও ব্যবস্থা ভারতে কে প্রথম চালু করেন?
উঃ লর্ড ক্যানিং।
35.
রামায়ণের ফার্সি অনুপাদ করেছিলেন কে?
উঃ বদাউনি।
36.
লীলাবতী’-র ফার্সি অনুবাদ করেছিলেন কে?
উঃ ফৈজি।
37.
শিবাজি কোন পার্বত্য জাতিকে ঐক্যবদ্ধ করেছিলেন?
উঃ মাওয়ালি।
38.
বড় সোনা ও ছোট সোনা মসজিদ কে তৈরি করান?
উঃ নসরৎ শাহ
39.
‘আলাই দরওয়াজা’ কে নির্মাণ করেন?
উঃ আলাউদ্দিন খলজি
40.
দিল্লির কোন সুলতান কর্ম বিনিয়োগ কেন্দ্র তৈরি করেন?
উঃ ফিরোজ তুঘলক।
41.
আকবরের রাজস্বমন্ত্রীর নাম কি?
উঃ টোডরমল
42.
আকবরের জীবনের শেষ যুদ্ধ কোনটি?
উঃ আসিরগড়ের যুদ্ধ।
43.
মুন্তাখাব-উল-তোয়ারি’ গ্রন্থের রচয়িতা কে?
উঃ আব্দুল কাদির বদাউনি
44.
আদিনা মসজিদ কে নির্মাণ করান?
উঃ সুলতান সিকান্দার শাহ।
45.
কোন তুর্কি নেতা প্রথম বাংলা আক্রমণ করেছিলেন?
উঃ বখতিয়ার খলজি।
46.
তুঘলক বংশের প্রতিষ্ঠাতা কে?
উঃ গিয়াসউদ্দিন তুঘলক।
47.
‘কিতাব-উল-রাহেলা’ গ্রন্থটি কার লেখা?
উঃ ইবন বতুতা।
48.
পালযুগে বাংলার শ্রেষ্ঠ কবি কে?
উঃ সন্ধ্যাকর নন্দী।
49.
চোল রাজাদের স্বর্ণমুদ্রার নাম কি?
উঃ কাশু
50.
‘বিক্রমাঙ্কদেব চরিত’ কার লেখা?
উঃ বিলহন।
51.
‘শিলাদিত্য’ কার উপাধি ছিল?
উঃ হর্ষবর্ধনের
52.
পুষ্যভূতি রাজাদের রাজধানী কোথায় ছিল?
উঃ কনৌজ।
53.
পল্লব বংশের সর্বশেষ রাজা কে ছিলেন?
উঃ অপরাজিতা বর্মন
54.
কৌলিন্য প্রথা কে প্রবর্তন করেন?
উঃ বল্লাল সেন
55.
চোল বংশের শেষ শক্তিশালী রাজা কে?
উঃ প্রথম কুলো তুঙ্গ।
No comments:
Post a Comment
Please do not enter any Link in the comment box.