Wednesday, January 29, 2020

Mission WBCS (Indian History-1)



WBCS – INDIAN HISTORY
2006 SOLVE (Q/A)
১) পাঞ্জাবকে ব্রিটিশ রাজ্যভুক্ত করেন – লর্ড ডালহৌসি ।
২) চার্বাক নামটি হল – ধর্মীয় চিন্তাবিশেষ ।
৩) লর্ড উইলিয়াম বেন্টিঙ্ক কত খ্রিষ্টাব্দে গভর্নর জেনারেল হন – ১৮২৮ ।
৪) দিল্লী সুলতানির প্রতিষ্ঠাতা ছিলেন – কুতুবুদ্দিন ।
৫) বৌদ্ধদের প্রধান ধর্মগ্রন্থের নাম – ত্রিপিটক ।
৬) শিবাজির পর তার সিংহাসনে বসেন – সম্ভুজি ।
৭) সন্ধ্যাকর নন্দী হলেন – রামচরিত কাব্যের রচয়িতা ।
৮) তৃতীয় পানিপথের যুদ্ধ হয়েছিল – মারাঠা ও আফগানের মধ্যে ১৭৬১ সালে ।
৯) সিংহলী মতানুসারে বুদ্ধের পরিনির্বাণ ঘটেছিল – ৫৪৩ খ্রীঃ পূঃ ।
১০) মহাবলীপুরমের রথ মন্দিরগুলির নির্মাণকালে ওই অঞ্চলে রাজত্ব করতেন – পল্লব রাজা দ্বিতীয় নরসিংহ বর্মণ ।
১১) রেগুলেটিং আইন পাশ করেছিলেন – ব্রিটিশ পার্লামেন্ট ।
১২) সিন্ধু সভ্যতাকে বলা হত – শহর ভিত্তিক ।
১৩) রাজতরঙ্গিনীএর লেখক – কলহন ।
১৪) ইংরেজ শাসিত ভারতবর্ষে কলকাতা কোন সাল পর্যন্ত রাজধানী ছিল? – ১৯১১
১৫) দ্বিতীয় পানিপথের যুদ্ধে আকবরের প্রতিপক্ষ ছিলেন – হিমু (১৫৫৬)
১৬) ‘বাবরনামা’ এর রচয়িতা হলেন – বাবর ।
১৭) মুসলীম লীগ অন্তর্বর্তী সরকারে যোগদান করে – অক্টোবর ১৯৪৬ সালে ।
১৮) সাইমন কমিশন নিযুক্ত হয়েছিলেন – ভারতীয় সংবিধান সংস্কারের জন্য ।
১৯) প্রথম পানিপথের যুদ্ধ হয় – ১৫২৬
২০) প্রথম বাংলা ভাগ হয় – ১৯০৫ সালে ।
২১) ‘দোকানী’ মুদ্রা চালু করেছিলেন – মহম্মদ বিন তুঘলক ।
২২) কোন আইন বলে রানী ভিক্টোরিয়া ভারত সম্রাজ্ঞী হন – রয়েল টাইটেল আইন, ১৮৭৬ ।
২৩) আধুনিক ভারতের প্রবক্তা – রাজা রাম মোহন রায় ।
২৪) স্থানীয় স্বায়ওশাসন আইন পাশ করেন – লর্ড রিপন ।
২৫) বিধবা বিবাহ আইন পাশ করেন – লর্ড ডালহৌসি ।
২৬) ‘আমার কথা দিয়ে নয় আমার কাজ দিয়ে আমাকে বিচার করুন’ বলেছিলেন – লর্ড রিপন ।
২৭) ‘নাদয়াত-অল-উলেমা’ প্রতিষ্ঠা করেন – শিবালি নোমানি ।
২৮) ‘টাইমস অব ইন্ডিয়া’ প্রথম প্রকাশ হয় – ১৮৬১ সালে ।
২৯) ‘মহাযাত্রা’ রচনা করেন – রাধানাথ রায় ।
৩০) বঙ্গীয় প্রজাস্বত্ব আইন পাশ হয় – ১৮৮৫ সালে ।
৩১) কোন ভাইসরয়কে ‘উজ্জল বিফলতা’ বলা হয় – লর্ড লিটন ।
৩২) বারানসিতে সেন্ট্রাল হিন্দু স্কুলের প্রতিস্থাতা – শ্রীমতী এনি বেসান্ত ।
৩৩) ‘ঐতিহাসিক আধুনিকতাবাদী’ কাকে বলে – বিদ্যাসাগরকে ।
৩৪) হিন্দু পুনরুজ্জিবনবাদের অন্যতম প্রধান প্রবক্তা কাকে বলা হয় – স্বামী দয়ানন্দ সরস্বতী ।
৩৫) শিকাগো ধর্ম মহাসভা কবে হয় – ১৮৯৩ সালে ।
৩৬) ‘মারহাট্টা’ প্রকাশ করেন – বালগঙ্গাধর তিলক ।
৩৭) মাসিক পত্রিকা ‘দিকদর্শন’ প্রকাশ করেন – মার্শ্ম্যান ।
৩৮) কাকাসাহেব নামে পরিচিত ছিলেন – জি.ভি.যোশী ।
৩৯) “NEW LAMPS OF OLD” প্রবন্ধটি লেখেন – শ্রী অরবিন্দ ঘোষ ।
৪০) ‘ভারতমাতা’ কে প্রকাশ করেন – অজিত সিং ।
৪১) লখনৌ চুক্তি সাক্ষরিত হয় – ১৯১৬ সালে।
৪২) ‘হিন্দু মেলার’ আয়োজন করেন – নব গোপাল মিত্র ।
৪৩) “We shall make the settled fact unsettled” বলেন – সুরেন্দ্র নাথ ব্যানারজি ।
৪৪) ভারতের জাতীয় কংগ্রেস দ্বিতীয় বার্ষিক অধিবেশনের সভাপতি – দাদাভাই নৌরজি ।
৪৫) বঙ্গভঙ্গ কবে রদ হয় – ১৯১১ সালে ।
৪৬) গদর পার্টি কোথায় অনুষ্ঠিত হয় – সানফ্রানসিসকো তে ।
৪৭) ‘লাইফ ডিভাইন’ কে রচনা করেন – শ্রীঅরবিন্দ ঘোষ ।
৪৮) ফুতুস-উস-সালাতিন গ্রন্থের প্রনেতা হলেন – ইসামি ।
৪৯) আলেকজান্ডার ভারতে ছিলেন – ১৯ মাস ।
৫০) নরসিংহ সালুক কোথাকার শাসনকর্তা ছিলেন – চন্দ্রগিরির ।


TO BE CONTINUED ..............

No comments:

Post a Comment

Please do not enter any Link in the comment box.

Featured Post

ugb semester 2 exam form fill up and malda women's college payment

 UGB SEMESTER 2 EXAM FORM FILL UP 2022 UGB 2ND SEMESTER STUDENT LOGIN PAGE Malda Women's College STUDENT PORTAL সম্পূর্ণ ভিডিও দেখে সহজে...