Wednesday, February 26, 2020

Environmental Studies Practice Set D

গৌড়বঙ্গ বিশ্ববিদ্যালয়
পরিবেশবিদ্যা – প্রথম সেমিস্টার
PRACTICE SET - D

v      ভূজৈব রাসায়নিক চক্র হলো –
o  সালফার চক্র / কার্বন চক্র / নাইট্রোজেন চক্র / এদের সবকটি।

v      নিচের কোনটি নাইট্রিফাইং ব্যাকটেরিয়া ?
o  সিউডোমোনাস / নাইট্রোসোমোনাস / প্রথম দুইটি / এদের কোনটি নয়।

v      জলচক্র সম্পন্ন হয় কোন পর্বের মাধ্যমে ?
o  অধঃক্ষেপণ / ঘনীভবন / বাষ্পীভবন / সবকটি পর্বের মাধ্যমে।

v      প্রথম সরীসৃপের উদ্ভব কোন যুগে ?
o  কোনোজোয়িক যুগে / আর্কিয়ান যুগে / পুরজীবীয় বা প্যালিওজোয়িক যুগে / প্রোটোরোজোয়িক যুগে ।

v      পৃথিবী ভূগোলকের আকার ধারণ করে কোন যুগে –
o  উসাজীবীয় / আর্কিয়ান / হেডিয়ান / মধ্যজীবীয় ।

v      সালফারচক্রটি হল এক প্রকার –
o  জলীয়চক্র / গ্যাসীয়চক্র / পাললিকচক্র / কোনোটিই নয়।

v      বায়ুমণ্ডলের মোট ওজনের শতকরা ৮০ ভাগ –
o  থার্মোস্ফিয়ারে / মেসোস্ফিয়ার / ট্রপোস্ফিয়ার / স্ট্রাটোস্ফিয়ার।

v      ভূপৃষ্ঠ থেকে নব্বই কিমি পর্যন্ত বায়ুমণ্ডলকে কি বলে –
o  সাম্যমন্ডল / সমমন্ডল / বিষমমন্ডল / কোনোটি নয় ।

v      ওজোন গ্যাসের ঘনত্বকে কোন এককে প্রকাশ করা যায় ?
o  মিলিমিটার / ডবসন / ডেকামিটার / প্যালেজ ।

v      মন্ট্রিল প্রটোকল কথাটির অর্থ হলো –
o  অরণ্য নিধন / ওজোন স্তরের গুরুত্ব হ্রাস / মরুকরণ এর সঙ্গে যুক্ত / গ্রীন হাউজ প্রভাব ।

v      ওজোনস্তরে ওজোন গ্যাসের ঘনত্ব –
o  200 DU / 10DU / 400DU / 300DU ।

v      সূর্যের আলো ভূপৃষ্ঠে পৌঁছাতে কত সময় লাগে ?
o  ৮.৩ মিনিট / ২.১ মিনিট / ১০.৫ মিনিট / ৪.৩ মিনিট ।

v      পশ্চিম ভারতীয় দ্বীপপুঞ্জে আকস্মিক বায়ু প্রবাহিত হয় তাকে কি বলে?
o  ফণ / হ্যারিকেন / পম্পেরো / সিরস্কো ।

v      একটি আদর্শ জীবমণ্ডল কটি বলয় নিয়ে গঠিত ?
o  চারটি / তিনটি / দুইটি / একটি ।

v      বাতাসের গতিবেগ কি দিয়ে মাপা হয় –
o  অ্যানিমোমিটার / সিসমোগ্রাফ / হাইড্রোমিটার / কোনোটিই নয়।

v      গ্যাসের মধ্যে ভাসমান ক্ষুদ্রাতিক্ষুদ্র কঠিন অথবা তরল কনার সমষ্টিকে বলে –
o  ধোঁয়া / এরোসল / ফিঊম / ধোঁয়াশা ।

v      বায়ুমণ্ডলে অক্সিজেনের মূল উৎস হল –
o  সালোকসংশ্লেষ / রেচন / শ্বসন / বিয়োজন ।

v      নিম্নলিখিত কোনটি গ্যাসীয় চক্র নয় ?
o  অক্সিজেন চক্র / নাইট্রোজেন চক্র / ফসফরাস চক্র ।

v      উত্তর মেরু অঞ্চলের বরফাবৃত বিশাল প্রান্তরকে কি বলে –
o  পম্পাস / তুন্দ্রাঅঞ্চল / মেরুঅঞ্চল / মরুঅঞ্চল ।

v      কোথায় সারা বছর পরিচলন বৃষ্টি হয় ?
    o  নিরক্ষীয় / মেরু / কর্কটক্রান্তি / মকরক্রান্তি অঞ্চলে ।

No comments:

Post a Comment

Please do not enter any Link in the comment box.

Featured Post

ugb semester 2 exam form fill up and malda women's college payment

 UGB SEMESTER 2 EXAM FORM FILL UP 2022 UGB 2ND SEMESTER STUDENT LOGIN PAGE Malda Women's College STUDENT PORTAL সম্পূর্ণ ভিডিও দেখে সহজে...