Tuesday, February 25, 2020

UGB Compulsory Bengali



গৌড়বঙ্গ বিশ্ববিদ্যালয়

প্রথম সেমিস্টার

আবশ্যিক বাংলা



তোমাদের QUESTION PATTERN এর Mark - Syllabus অনুযায়ী নাও হতে পারে, ৮ * ৪ = ৩২  বা (১০*২) + (৬*২)  এই  রকমও হতে পারে । তাই উত্তর দেবার সময় মার্ক অনুযায়ী লেখার চেষ্টা করবে । এই ভেবেই এই রকম  সাজেশন দেওয়া - Best of Luck সবাইকে ।  


উপন্যাস ও ছোট গল্প

১) ‘পল্লীসমাজ’ উপন্যাসের নামকরণের সার্থকতা আলোচনা কর ?

২) ‘পল্লীসমাজ’ উপন্যাসের তৎকালীন পল্লীসমাজের সামাজিক চিত্র আলোচনা কর ।

৩) ‘পল্লীসমাজ’ উপন্যাসে ‘রমেশ একটি আদর্শের প্রতীক মাত্র, তাকে সত্যিকার মানুষ বলিয়া মনে হয় না’ । - মন্তব্যটির যৌক্তিকতা বিচার কর ।

৪) ‘পল্লীসমাজ’ উপন্যাস ও না , পল্লীর চিত্রও না, উভয়ের সংমিশ্রণ’ – যুক্তিসহ মতামত ব্যক্ত কর ।

৫) ‘পল্লীসমাজ’ উপন্যাসের রমার / বেণী ঘোষাল / বিশ্বেশ্বরী / ধর্মদাস এর চরিত্রের সার্থকতা নির্ণয় কর ।

৬) রমা ও রমেশের প্রেমের নিরিখে ‘পল্লীসমাজ’ উপন্যাসের পরিস্ফুটন বর্ণনা কর ।
ছোটগল্প

১) ‘ইজ্জত’ / ‘শোক’ / ‘বৃত্ত’ / ‘জালিয়াত’ / গল্পটির নামকরণের তাৎপর্য বিশ্লেষণ কর ।

২) ‘ইজ্জত’ গল্পে বাসন্তীর / মহিতোষের চরিত্র বিশ্লেষণ করো ।

৩) ‘ইজ্জত’ গল্পে সুমিত্রার ইজ্জতের লড়াই ও ব্যর্থতা সংক্ষেপে লেখ।

৪) ‘শোক’ গল্পের নায়িকার মনস্তাত্বিক দিক উদ্ঘাটন করো ।

৫) আশাপূর্ণা দেবীর ‘প্রানাধিকাসু’ গল্পের বিষয়বস্তু আলোচনা করো ।

৬) ‘বৃত্ত’ / ‘জালিয়াত’ / ‘ঘুষ’ - গল্পের শিল্পরূপ বিশ্লেষণ করো ।

******************************


******************
ENVS ANSWER KEY IN THIS VIDEO




***********************

No comments:

Post a Comment

Please do not enter any Link in the comment box.

Featured Post

ugb semester 2 exam form fill up and malda women's college payment

 UGB SEMESTER 2 EXAM FORM FILL UP 2022 UGB 2ND SEMESTER STUDENT LOGIN PAGE Malda Women's College STUDENT PORTAL সম্পূর্ণ ভিডিও দেখে সহজে...